ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে বুধবার ভোরে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সাড়ি দেখা যায়। এদিকে ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ৩০ হাজার ২৫১টি যানবাহন পারাপার হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ২৫৬টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৯৫টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ১৮ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, বুধবার মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সার্বক্ষণিক আমাদের টোল প্লাজা সচল রাখার চেষ্টা করছি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।