বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয়তলায় বিদ্যুতের লাইনে আগুন লেগেছে। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই নিভে গেছে।
সোমবার দুপুর ২টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই নিভে গেছে।