এবার ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নগর বাউল জেমস। তার গান মানেই যেন ভক্তদের অন্যরকম উন্মাদনা।ফেসবুক ও বসুন্ধরা ডিজিটালের চ্যানেলে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।
তবে, নতুন এ গানের শিরোনাম কিংবা কে লিখেছেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গানের নাম ভক্তদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে বলে জানান জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।
তিনি বলেন, ‘গেল বছরের রোজার ঈদেও জেমসের গানটি ছিল ভক্তদের জন্য চমক। সেই ধারাবাহিকতা রাখা হয়েছে এবারও। আশা করি, জেমসভক্তরা গানটি গ্রহণ করবেন।’
এর আগে সর্বশেষ গেল বছরের চাঁদরাতে প্রকাশ পেয়েছিল তার ‘আই লাভ ইউ’ গানটি। নতুন এই গান্টিও এবারের চাঁদরাতে প্রকাশ পাবে।