তীব্র তাপপ্রবাহের কবলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল

তীব্র তাপপ্রবাহের কবলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল

বাংলাদেশ

কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজধানীবাসী। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে আজ শনিবার একই রকম গরম অনুভূত হবে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। তবে আকাশে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৬টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে দেশের কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) স্বল্প পরিসরে ঝড়-বৃষ্টি হতে পারে।

তবে বড় পরিসরে ঝড়-বৃষ্টি শুরু হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *