আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রশিদ-হার্দিকদের গুজরাট। চলতি আসরেও চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে দুর্দান্ত। চেন্নাই ও দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।
বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান। এ মাসে ক্রীড়াঙ্গনের অনেককেই রোযা রেখে খেলতে দেখা যায়। যেমন মধ্যরাত পর্যন্ত আইপিএলে ম্যাচ খেলেও ভোররাতে সাহরি সারলেন আফগান তারকা রশিদ খান এবং তার স্বদেশিরা। আর সেহরিতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।
পরে অধিনায়কের সঙ্গে সাহরি খাওয়ার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতেও ভুললেন না রশিদ। এরই মধ্যে যা ভাইরাল হয়ে গেছে। মূলত ভক্ত-সমর্থকদের মন জিতে নিয়েছে এমন ছবি।
প্রায় মধ্যরাত পর্যন্ত ম্যাচ চলেছে। তারপর রশিদ খানরা আদৌও ঘুমিয়েছিলেন কি না, কে জানে। ভোররাতে সেহরি পালন করেন রশিদরা। দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর বুধবার ইনস্টাগ্রামে সাহরির ছবি পোস্ট করে গুজরাট তথা আফগানিস্তানের তারকা স্পিনার লেখেন, ‘ক্যাপ্টেনের সঙ্গে সাহরি। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’
তাদের সঙ্গে ছিলেন আফগানিস্তান তথা গুজরাটের খেলোয়াড় নুর আহমেদ। ওই ছবির নীচে হার্দিকও উত্তর দেন। ‘লাভ’ ইমোজি দেন গুজরাটের অধিনায়ক।
রশিদ ও হার্দিকদের এই ছবিতে মজেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একজন বলেন, ‘এটাই ভারতের প্রকৃত সৌন্দর্য। (রশিদদের সঙ্গে) হার্দিকও সেহরি খাচ্ছেন দেখে কী ভালো লাগছে। একদিকে কেউ কেউ যখন ঘৃণা-হিংসা ছড়াচ্ছেন, তখন কেউ কেউ ভালো মনের পরিচয় দিচ্ছেন। গর্বের সঙ্গে বলুন যে আমরা সবাই ভারতীয়।’ অপর একজন বলেন, ‘এটা দেখে অত্যন্ত ভালো লাগছে যে হার্দিকও সেহরি খাচ্ছেন।’
একইসুরে অপর একজন বলেন, ‘কী ভালো অধিনায়ক হার্দিক! এত ভোরে ওঠে সেহরিতে যোগ দিয়েছেন।’ সঞ্চালক ঋদ্ধিমা পাঠক নামের একজন বলেন, ‘এরকম দুর্দান্ত কাহিনি সামনে নিয়ে আসতে থাকে আইপিএল।