একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরান

একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরান

আন্তর্জাতিক
রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের আয়োজন করছেন। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ দেশটির সরকারি গণমাধ্যমকে রবিবার (২৬ ফেব্রুয়ারি) এ কথা বলেছেন।

বগদানভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস বলেছে, চার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানদের মধ্যে আলোচনা হবে। বৈঠকের কর্মপদ্ধতি নিয়ে কাজ চলছে। বৈঠক কী নিয়ে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

গত ডিসেম্বরে রাশিয়া, তুরস্ক, সিরিয়ার মধ্যে মস্কোতে আলোচনা হয়েছে। তিন দেশ সিরিয়া সংকট নিয়ে আলোচনা করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পেরিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে বেইজিংয়ের দেওয়া শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এ বৈঠক করতে চান তিনি।

এদিকে, আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্য দেশকে নিয়ে গঠিত এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।

বাগদাদে শনিবার আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেওয়া উচিত। হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরো কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো।

ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, গত ৬ ফেব্রুয়ারির ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এ মুহূর্তে আমাদের সবার উচিত সিরিয়াকে ভূমিকম্প-পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *