ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান এবং চীনের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তাজিকিস্তানে ১০ কিলোমিটার গভীরতার এই ভূমিকম্প আঘাত হানে।
চীনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (সিইএনসি) বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল চীন সীমান্তের প্রায় ৮২ কিলোমিটারের মধ্যে। ফলে তাজিকিস্তানের এ ভূমিকম্পে চীনের আতুশ ও কাশগারসহ পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহভাবে কম্পন অনুভূত হয়।
এদিকে জিনজিয়াং রেলপথ বিভাগ দক্ষিণ জিনজিয়াং রেলওয়ের আকসু থেকে কাশগর অংশে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে।
সিসিটিভি আরও জানায়, স্থানীয় কর্তৃপক্ষ সেতু, টানেল এবং অন্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরিদর্শন করেছেন।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর রয়টার্সের।