জানুয়ারির ট্রান্সফারে বাজিমাত করেছে চেলসি। দল ভারি করেও সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না টিম ব্লু’রা। নতুন বছরে ৯ ম্যাচ খেলে মাত্র এক জয় পেয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
সবশেষ চ্যাম্পিয়নস লীগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হারে গ্রাহাম পটারের দল। বুধবার রাতে সিগনাল ইদুনা পার্কে ইউসিএলের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হারে চেলসি। আর এই জয়ে অনন্য কীর্তি অর্জন হয় ডর্টমুন্ডের।
ম্যাচের ৬৩তম মিনিটে এগিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ড। পর্তুগিজ ডিফেন্ডার রাফায়েল গুরেইরোর পাসে জয়সূচক একমাত্র গোলটি করেন জার্মান ফরোয়ার্ড করিম আদেয়েমি।
৯ বছর পর চ্যাম্পিয়ন্স লীগে কোনো ইংলিশ দলকে হারালো বরুশিয়া ডর্টমুন্ড। সবশেষ ২০১৪ সালে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল ডর্টমুন্ড।
ঘরের মাঠে নকআউট স্টেজের প্রথম লেগ খেলে নিজেদের শেষ ৬ ম্যাচে ৫ জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। শুধু ২০১৬-১৭ মৌসুমে সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মোনাকোর কাছে হেরেছিল দলটি।
এদিকে ধুঁকতে থাকা চেলসির জন্য প্রথম লেগের হার অশুভ সংকেত হতে পারে। চ্যাম্পিয়নস লীগে নিজেদের শেষ তিন নকআউট পর্বে প্রথম লেগ হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চেলসি।
আগামী ৭ই মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে চেলসি ও বরুশিয়া ডর্টমুন্ড।
স্ট্যামফোর্ড ব্রিজে রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুাগের মাঠে ২-০ গোলের জয় পায় বেনফিকা। আগামী ৭ই মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দল দু’টি। রাত ২টায় বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত হবে ম্যাচটি।