নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে দ্বিতীয় পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংলিশরা স্পট কিকে সমতা টানতে ব্যর্থ হয়। গোলবারের উপর দিয়ে মারেন হ্যারি কেইন।
ইংলিশ ফরোয়ার্ডের এই পেনাল্টি মিসের ঘটনাকে প্রকৃতির বিচার বললেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও। শনিবার রাতে বিশ্বকাপে ইংল্যান্ড-ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের ৮৫তম মিনিটে ফরাসিদের ডি-বক্সে ফাউলের শিকার হন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট।
পেছন থেকে দৌড়ে এসে তাকে ধাক্কা দেন থিও হার্নান্দেজ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে স্পট কিকে ব্যর্থ হন হ্যারি কেইন। ম্যাচ শেষে ফ্রান্সের আদ্রিয়েন রাবিও দাবি করেন, সেটি ফাউলই ছিল না। তিনি বলেন, ‘প্রথমত, আমি নিশ্চিত নই যে সেটি ফাউল ছিল কি না।
ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে এমন অনেক ধাক্কার ঘটনা ঘটেছে। সেগুলোতে ফাউলের সিদ্ধান্ত দেননি রেফারি।’ রাবিও বলেন, ‘অবশ্যই, সে (হ্যারি কেইন) যখন পেনাল্টি মিস করলো, আমি খুশি হয়ে যাই। এটা ন্যায় বিচার হয়েছে। কারণ সেটি বৈধ পেনাল্টি ছিল না।’