নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে সাহায্য করবেন, আশা জেলেনস্কির

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে সাহায্য করবেন, আশা জেলেনস্কির

আন্তর্জাতিক
ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইউক্রেনকে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার তিনি বলেন, রাশিয়াকে পরাস্ত করতে কিয়েভের পাশে ব্রিটেনের নতুন কনজারভেটিভ নেত্রী লিজ ট্রাস থাকবেন বলে তিনি আশা করেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

জেলেনস্কির অন্যতম সমর্থক বরিস জনসনের কাছ থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েছেন লিজ ট্রাস। স্থানীয় সময় সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস।

জেলেনস্কি সোমাবার তাঁর প্রতিদিনের নিয়মিত ভাষণে বলেছেন, ‘ট্রাসের সঙ্গে সহযোগিতা শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমরা আমাদের জনগণকে রক্ষা করতে এবং রাশিয়ার সমস্ত ধ্বংসাত্মক প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হব।

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা ইউক্রেনীয়রা তাঁকে ভালোভাবেই জানি। তিনি ইউরোপের রাজনীতির উজ্জ্বল ব্যক্তিত্ব। এখন মূল বিষয় হচ্ছে আমাদের ঐক্য ধরে রাখা।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে ইউক্রেনের পাশে কঠোরভাবে অবস্থান নিয়েছে ব্রিটেন। ইতিমধ্যে যুদ্ধসহায়তা হিসেবে কিয়েভের সেনাবাহিনীকে যুদ্ধ সরঞ্জাম, তহবিল ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে ব্রিটিশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *