পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ৯ সেনা নিহত হয়েছেন। আহত হন আরও ৪ জন। রবিবার ভোরে (২১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিবৃতিতে আইএসপিআর জানায়, সেনারা নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুবাজাদে একটি খালে পড়ে তাদের গাড়ি ডুবে যায়। এতে ৯ সেনা প্রাণ হারান। আহতদের রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে। আর নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে মংলা গ্যারিসনে।
সেনাদের মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সমপন্নের প্রস্তুতির কথা জানিয়েছে আইএসপিআর।
সেনা হতাহতের ঘটনায় টুইট বার্তায় মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে শোক জানিয়েছেন আজাদ জম্মু-কাশ্মিরের প্রধানমন্ত্রী সারদার তানভীর।