সেল্টার জালে রিয়ালের গোল উৎসব

সেল্টার জালে রিয়ালের গোল উৎসব

খেলাধুলা
সদ্যই রিয়ালের সঙ্গ ছেড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার কাসিমিরো। দীর্ঘদিন দলের অপরিহার্য অংশ হয়ে থাকা সতীর্থকে হারিয়ে শুরুতে কিছুটা ঝিমিয়ে পড়ছিল রিয়াল মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগিয়ে ভয় দেখিয়েছিল সেল্টা ভিগো। কিন্তু দলটি যে ইউরোপ চ্যাম্পিয়ন। তারা যেকোনও মুহূর্তেই আবেগ ও অনুভূতি কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াতে পারে তার প্রমাণ আরও একবার দিল।

ওই প্রথমেই একটু খেই হারিয়েছিল এরপর আর কোন সুযোগই পায়নি প্রতিপক্ষরা। লুকা মদ্রিচ ও ভিনিসিয়াস জুনিয়রের অনন্য জাদুকরী পারফরম্যান্সে প্রতিপক্ষের জালে গোলউৎসব করেই বড় জয় নিয়ে বাড়ি ফিরেছে কার্লো আনচেলত্তির দল। দুজনই একটি করে গোল ও একটি করে অ্যাসিস্ট করেন।

শনিবার (২০ আগস্ট) সেল্টা ভিগোর মাঠ এস্তাদিও দ্য বেলাডোস আতিথেয়তা নিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বেনজেমা, মদ্রিচ, ভিনিসিয়াস ও ভালভার্দে স্বাগতিকদের গোল বন্যায় ভাসান। সেল্টার হয়ে একমাত্র গোলটি করেছেন ইয়াগো আসপাস।

প্রতিপক্ষের মাঠে এদিন বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচে ৫১ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। যদিও গোলমুখে শট নেয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল লস ব্লাংকোসরাই। পুরো ম্যাচে ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ১৫ শটের ২টি লক্ষ্যে রাখে সেল্টা ভিগো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *