৯ শিরোপার আটটিই ব্রাজিলের

৯ শিরোপার আটটিই ব্রাজিলের

খেলাধুলা
এক বছর আগে মারাকানায় ব্রাজিলকে কাঁদিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। সেলেসাও সমর্থকদের ক্ষতে প্রলেপ দিয়ে এবার কোপা ফেমেনিনা জিতে নিলো ব্রাজিল নারী দল। শনিবার দিবাগত রাতে স্তাদিও আলফোনসো লোপেজ স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম কোপা আমেরিকা শিরোপা জিতে নেয় ব্রাজিলের মেয়েরা।

গত ৯ আসরের যা রেকর্ড তাতে ব্রাজিলকে কোপা আমেরিকা ফেমেনিনার অটো ফাইনালিস্ট বললেও ভুল হবে না। কারণ ১৯৯১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতাটির সবকটি আসরের ফাইনাল খেলেছে ব্রাজিল। তার মধ্যে ৮ বারই চ্যাম্পিয়ন সেলেসাওরা। মাঝে ২০০৬ সালে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে কোপা জেতে আর্জেন্টিনা।

ব্রাজিলকে এবার চ্যাম্পিয়ন করিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন দলটির কোচ পিয়া সানধাপে। মেয়েদের কোপা আমেরিকার ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে শিরোপা জিতলেন তিনি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কোচ সানধাগে দলকে নিয়ে আনন্দ প্রকাশ করেন, ‘ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি হতে পারি। কারণ আমাদের অনেক প্রতিভাবান ও তরুণ খেলেয়োড় রয়েছে। আমি এই প্রক্রিয়ার অংশ হতে পেরে খুব উচ্ছ্বসিত।’

শনিবার ফাইনাল ম্যাচের ৩৯তম মিনিটে ক্রিস্টিয়ান ডি অলিভিয়েরার পেনাল্টি থেকে করা একমাত্র গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচ হারলেও ব্রাজিলের সঙ্গে তুমুল লড়াই করেছে কলম্বিয়া।

ফাইনাল ম্যাচের চেয়ে আসরের বাকি ম্যাচগুলোতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল নারী দল। প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত মোট ৫ ম্যাচের কোনোটিতে প্রতিপক্ষকে ২ গোলের নিচে দেয়নি ব্রাজিল।  আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে কোপা শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের জালে ৩ বার বল পাঠায়। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারায় নীল-হলুদরা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিলের মেয়েরা। আর সেমিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারায় দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *