শক্তির বিচারে একটু পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারছিলেন না রফিকুল-মঈনরা। ৭১ তম মিনিটে আসে কাঙ্খিত গোল। সেই গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল বাংলাদেশের যুবারা।
সোমবার (২৫ জুলাই) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শাহিন মিয়ার পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিরাজুল ইসলাম।
ভারতের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের যুবারা। পঞ্চম মিনিটে সুযোগও পেয়ে যায় লাল-সবুজের দল। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি পিয়াস আহমেদ নোভা। অষ্টম মিনিটে রফিকুল ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক।
প্রথমার্ধের খেলায় তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি শ্রীলঙ্কা। অন্যদিকে একের পর এক আক্রমণ করলেও বারবারই লক্ষ্যভেদ করতে ব্যর্থ হচ্ছিলেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। কোনও গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার কিছুটা কমে বাংলাদেশের। রক্ষণভাগ সামলে এ অর্ধে মাঝে মাঝে প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করেছে শ্রীলঙ্কা। ৫১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন থিশান থুশমিকা। কিন্তু প্রতিপক্ষ অধিনায়কের দুর্দান্ত সে শট ফিরিয়ে দেন মোহাম্মদ আসিফ।
৭১ তম মিনিটে বহুল কাঙ্খিত লিড পায় বাংলাদেশ। শাহিন মিয়ার বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিরাজুল।
অতিরিক্ত সময়ে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন বাংলাদেশ। মিরাজুলের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। এছাড়া ফাঁকা বল পেয়েও সুযোগ নষ্ট করেছেন রফিকুল ইসলাম। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।