ঈদে বঙ্গতে আসছে ‘বিউটি টেইলার্স’

ঈদে বঙ্গতে আসছে ‘বিউটি টেইলার্স’

বিনোদন
ঈদ বা কোনো বড় অনুষ্ঠান আসলেই যাদের হাতে নির্মিত হয় আমাদের শখের ড্রেসটি, তাদের জীবনের গল্প নিয়ে নির্মিত নাটক ‘বিউটি টেইলার্স’।

তাদের আনন্দ বেদনা হয়তো একটু খেয়াল করে দেখা হয়নি কখনো। হয়তো অতি সাধারণ তাদের জীবন কিন্তু সেই প্রতিদিনের সাধারণ গল্পেই অপ্রকাশ্য চাওয়ার সুখ আছে , আছে না পাওয়ার কষ্ট, আছে দুঃখ, মান-অভিমান, ভালোবাসার রং বদল। আর ঠিক এমনটাই ঘটে চলে বঙ্গ অরিজিনাল ‘বিউটি টেইলার্স’- ধারাবাহিকটির চরিত্রদের জীবনে।

২০ পর্বের নাটকটির পরিচালনায় আছেন আতিক জামান ও গল্প ভাবনায় খালেদ সজীব। নাটকটির চরিত্রায়নে আছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহাল প্রমুখ।

‘বিউটি টেইলার্স,’ ধারাবাহিকটি সম্পর্কে বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘এটি একশতভাগ বিনোদনধর্মী একটি নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, আসছে ঈদে এই নাটকটি সকল-শ্রেণির দর্শককে শুধু আনন্দ দিতেই সক্ষম হবে না, তাদেরকে নিয়ে যাবে তাদের সোনালি স্মৃতির অতীতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *