প্রথমবার কলকাতার সিনেমায় সিয়াম

প্রথমবার কলকাতার সিনেমায় সিয়াম

বিনোদন
প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের সিয়াম আহমেদ। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমার মূখ্য ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার।

পারিবারিক গল্পের এই সিনেমায় সিয়ামের বিপরীতে থাকছেন আয়ুষী। সিয়াম জানালেন, সিনেমার শুটিং শুরু হবে আগামী আগস্ট থেকে। চমকপ্রদ ব্যাপার—সিয়ামের গল্পভাবনা থেকেই তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।

কলকাতার পরিচালক সায়ন্তন থ্রিলার গল্পে সিদ্ধহস্ত। একাধিক প্রশংসিত থ্রিলার সিনেমা বানিয়েছেন। তবে এবার নাকি থ্রিলার নয়, নতুন ধারার গল্প বলবেন তিনি। সেই গল্পেরই অংশ হলেন সিয়াম আহমেদ। সায়ন্তন বলেন, ‘গল্পের প্রেক্ষাপট লন্ডন। সোশ্যাল ড্রামা বলতে পারি। গল্পে সিরিয়াস একটা বিষয় তুলে ধরব মজার ছলে।’

সিনেমায় প্রসেনজিৎ অভিনয় করবেন লন্ডনের এক ব্যবসায়ীর চরিত্রে। তাঁর স্ত্রীর চরিত্রে থাকছেন শ্রাবন্তী। দুজনের বয়সের বড় ব্যবধান দেখানো হবে। আয়ুষী কাজ করেন প্রসেনজিতের অফিসেই। আয়ুষীর প্রেমিক সিয়াম আহমেদ। একটা সংকট মুহূর্ত এই চারজনকে এক জায়গায় নিয়ে আসে। এর বেশি কাহিনি বলতে চাননি কেউ। সিয়াম আহমেদ বলেন, ‘অনেক দিন ধরে পরিকল্পনা চলছে।

প্রযোজক শ্যামসুন্দর দে চাচ্ছিলেন ওখানকার সিনেমায় আমাকে নিয়ে কাজ করতে। কিন্তু মনের মতো গল্প পাওয়া যাচ্ছিল না। আমি চাইছিলাম কলকাতায় প্রথম যে সিনেমাটি করব, তার সঙ্গে আমার দেশের দর্শকেরাও যেন রিলেট করতে পারে। যেহেতু আমাদের আবেগ-অনুভূতি প্রায় একই ধরনের, সেই জায়গা থেকেই সোশ্যাল ড্রামার গল্প আমরা সিলেক্ট করেছি। দুই জেনারেশনের গল্প নিয়ে সিনেমা।’

প্রসেনজিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সিয়াম বলেন, ‘গল্পটা শেয়ার করার পর বুম্বাদাও খুব পছন্দ করেন। ওনার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে এখনো কোনো কথা হয়নি; তবে তিনি এর আগে যখন বাংলাদেশে এসেছিলেন, তখন আলাপ হয়েছিল।’

সিয়ামকে কাস্ট করে বেশ উচ্ছ্বসিত প্রযোজক শ্যামসুন্দর দে। তিনি বলেন, ‘সিয়াম বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার অন্যতম নাম। আমাদের এখানে অভিনেতাদের অপশন কম। নতুন মুখ প্রয়োজন, সে জন্যই সিয়ামকে নিয়ে কাজটি করছি। আশা করি, আমাদের এখানকার দর্শকেরও ওর কাজ ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *