ঈদে মুক্তি ‘কাগজের বউ’

ঈদে মুক্তি ‘কাগজের বউ’

বিনোদন
চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ সিনেমা এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এতে জুটি হয়ে কাজ করেছেন পরীমনি ও ডি এ তায়েব। ডি এ তায়েব বলেন, এই ঈদে ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে।

আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। আসলে ঈদে মুক্তি পেলে আমাদের শিল্পীদের কাছে ভালো লাগবে। কারণ, উৎসবে দর্শকদের আলাদা চাহিদা থাকে। আর এই কন্টেন্টা দর্শকদের ভালো লাগা দিবে
বলে শতভাগ বিশ্বাসী। এরইমধ্যে ওটিটি প্ল্যাটফরমের সঙ্গে কথা বলেছেন।

‘কাগজের বউ’র গল্প এমন- পরীমনি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়।

বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। ‘কাগজের বউ’ সিনেমাটি প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *