পাকিস্তানের জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার একটি টুইট বার্তায় মোদি এই অভিনন্দন জানান।
শাহবাজ শরিফকে উদ্দেশ্য করে টুইট বার্তায় মোদি বলেন, ভারত সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। গত শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে ৩৪২ ভোটের মধ্যে ১৭৪টি অনাস্থা ভোটের পক্ষে পড়ে। আর এতেই প্রথম কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান। পরে গতকাল সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ।
পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদে শাহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁর দল পিএমএল(এন)-এর অন্দরে শাহবাজকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তার বিশ্বস্ত শাহিদ খাকান আব্বাসিকে।