অ্যাফাসিয়ায় আক্রান্ত হলিউড অভিনেতা ব্রুস উইলিস। এই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। পরিবারের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বছর ৬৭-এর অভিনেতার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্রুস অ্যাফাসিয়া রোগে আক্রান্ত।শরীরে নানা রকম জটিলতা দেখা দেওয়ার পাশাপাশি কথা বলতেো অসুবিধা হচ্ছে। ফলে তিনি অভিনয় পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। আপনাদের সকলের ভালোবাসা প্রয়োজন। আমরা জানি, ব্রুসের জন্য তার অনুরাগীরা কতখানি গুরুত্বপূর্ণ এবং ব্রুস আপনাদের কতটা প্রিয়। তাই সকলকে এই সিদ্ধান্তের কথা জানানো হলো।
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত শব্দ উচ্চারণে এবং কথা বলতে সমস্যা হয়। লেখার ক্ষেত্রেও অক্ষমতা তৈরি হয়। অভিনয়ে অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে কথা বলার। কিন্তু সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে সেই সমস্যার সম্মুখীন হন এই অভিনেতা। এর পরই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।