আফগানিস্তানের বোলিং কোচ হলেন উমর গুল

আফগানিস্তানের বোলিং কোচ হলেন উমর গুল

খেলাধুলা
পাকিস্তানের সেরা পেসারদের মধ্যে অন্যতম উমর গুল। বল হাতে গতি আর বাউন্সারে প্রতিপক্ষের ব্যাটারদের খাবি খাইয়ে দেয়া গুল ২০২০ সালের ১৬ই অক্টোবর অবসরের ঘোষণা দেন।

এরপর ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট গুলোতে কোচিং করান তিনি। এবার আন্তর্জাতিক পর্যায়ে কোচিং শুরু করলেন এই সাবেক পাক পেসার। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ ও পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন গুল।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল আবুধাবিতে দলের সাথে ক্যাম্পে যোগ দিবেন গুল।
প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য গুলকে দলের সাথে যুক্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এক বিবৃতিতে গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর পর একটি জাতীয় দলকে সহায়তা করার সুযোগ পাওয়াটা আনন্দদায়ক। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করতে আমি সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

নিজের টুইটার হ্যান্ডেলে গুল লিখেছেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মান বোধ করছি। আমার সর্বোত্তম জ্ঞান-গরিমা দিয়ে ছেলেদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’
আন্তর্জাতিক পর্যায়ে কোচিং ক্যারিয়ার শুরু করা গুল ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, এটি এমন একটি ভূমিকা যার জন্য বিভিন্ন দক্ষতার প্রয়োজন।

পাকিস্তানের হয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৩৭ ম্যাচে ৪২৭ উইকেট নিয়েছেন গুল। পাকিস্তান সুপার লীগ, কাশ্মির প্রিমিয়ার লীগ ও লঙ্কা প্রিমিয়ার লীগের পাশাপাশি ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গুলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *