কয়দিন আগেও সমালোচকদের কথা সহ্য করতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ‘বুড়ো রোনালদো, পায়ে আগের সেই ধার নেই, পেনাল্টি ছাড়া গোল করতে পারেন না’— মাত্র কয়েক ম্যাচে গোল পাননি তাতেই সবাই যেন শেষ দেখে ফেলেছিল পর্তুগিজ উইঙ্গারের।
ফ্রেডের পাসে ১২তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে স্পার্সদের সমতায় ফেরান হ্যারি কেন। এর তিন মিনিট পর ফের জালের দেখা পান রোনালদো। দ্বিতীয়ার্ধে আবারও সমতায় ফেরে টটেনহাম। ৭২তম মিনিটে আত্মঘাতী গোল করেন বসেন ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে। ৮১তম মিনিটে হ্যাটট্রিকের পাশাপাশি রেড ডেভিলদের জয়সূচক গোলটি করেন পর্তুগিজ উইঙ্গার।
ক্লাব ক্যারিয়ারের ৪৯তম হ্যাটট্রিক পাওয়ার পাশাপাশি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। সঙ্গে টেডি শেরিংহামের পর ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করলেন রোনালদো। ৩৭ বছর ৩৫ দিনে এই মাইলফলকে পা রাখলেন তিনি।
এছাড়া ম্যাচে দলের প্রথম গোলটি করে তিনি পাশে বসেন ৮০৫ গোল নিয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা জোসেফ বাইকানের। দ্বিতীয় গোলটি করে রেকর্ডটি নিজের করে নেন রোনালদো।
পেশাদারি ফুটবলের সর্বোচ্চ গোলদাতার অফিশিয়াল কোনো রেকর্ডের হিসাব নেই ফিফার কাছে। তবে তাদের এক হিসাব অনুযায়ী, অস্ট্রিয়ান-চেক বংশোদ্ভূত বাইকান ১৯৩১-১৯৫৫ সাল পর্যন্ত তার ২৪ বছরের ক্যারিয়ারে ৮০৫ গোল করেছেন। তা ছাপিয়ে ৮০৭ গোল নিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো।