নেইমারের পেনাল্টি মিস, পিএসজির বড় হার

নেইমারের পেনাল্টি মিস, পিএসজির বড় হার

খেলাধুলা
চ্যাম্পিয়নস লীগে আগের ম্যাচে স্পটকিকে ব্যর্থ হন লিওনেল মেসি। এবার পেনাল্টি নেয়ার দায়িত্ব পেলেন নেইমার। ব্রাজিলিয়ান স্টারও সফল হলেন না। পেনাল্টি মিস করার আগে একটি গোল করেন নেইমার। তাতে অবশ্য পিএসজির লাভ হয়নি বিন্দু পরিমাণ। প্রথমার্ধে অবিশ্বাস্যভাবে ৩-০তে এগিয়ে থাকায় বড় জয় পায় নঁতে। শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ৩-১ গোলে হারে পিএসজি।

লিগে ১৫ ম্যাচ পর হারলো পিএসজি। চলতি মৌসুমে এর আগে একবারই হেরেছিল মাউরিসিও পচেত্তিনোর দল।

গত অক্টোবরে রেনের মাঠে সে ম্যাচে ২-০ গোলে হারে পিএসজি। গত নভেম্বরে নঁতের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলের জয় পায় লা প্যারিসিয়ানরা। সেদিন পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পান মেসি। এ ম্যাচেও দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাব ক্যারিয়ারের ৮০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন মেসি।

ম্যাচ হারলেও নঁতের মাঠে চেষ্টার কমতি ছিল না পিএসজির। গোটা ম্যাচে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখায় সফরকারীরা। দুই তৃতীয়াংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৬টি শট নেয় পিএসজি। যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অপরদিকে মাত্র ২৮ শতাংশ বল দখলে রাখা নঁতে ১৩টি শটের ৭টি লক্ষ্যে রাখে।
৪র্থ মিনিটে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় নঁতে। সতীর্থের পাসে ডি-বক্সে কোলো মুয়ানির শট কেইলর নাভাসের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

অষ্টম মিনিটে মেসিকে হতাশ করে ব্যবধান ধরে রাখেন নঁতে গোলরক্ষক আলবান লাফন্ত। ষোড়শ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুইন্টিন মেরলিন। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে এই ফরাসি লেফটব্যাকের শট দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে আশ্রয় নেয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে পিএসজির মিডফিল্ডার জর্জিনিয়ো ভাইনালদামের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে স্কোরলাইন ৩-০ করেন লুদোভিচ ব্লাঁস।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান নেইমার। মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৫৪তম মিনিটে মাঝমাঠ থেকে নেইমারের লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে শট নেন এমবাপ্পে। তবে ফরাসি ফরোয়ার্ডের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ব্যর্থ করেন নঁতে গোলরক্ষক লাফন্ত।
তিন মিনিট পর প্রতিপক্ষের ডি-বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমারের নেয়া দুর্বল শট ঝাঁপিয়ে ধরে নেন লাফন্ত।

২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের টেবিলের শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই । তাদের সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *