শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ; ঘোষণা আসতে পারে আজ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ; ঘোষণা আসতে পারে আজ

বাংলাদেশ
করোনা সংক্রমণ কমতে থাকায় পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছে কভিডসংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। গতকাল বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেয় কমিটি।

শিক্ষাপ্রতিষ্ঠানে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল রাত ১০টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা সাংবাদিকদের বলেন, এখন করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে।

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের বেশির ভাগই এরই মধ্যে টিকা নিয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানাতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। উচ্চ পর্যায়ের সম্মতি পেলে আগামী ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে বলে জানা গেছে।

গত ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ কমে আসছে। চলতি মাসের শেষ দিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হতে পারে।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘এখন করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে এবং সকল শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। ১২ বছরের ওপরে যাদের বয়স তাদের ক্লাস শুরুর ব্যাপারে আমরা পরামর্শ দেইনি’।

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এ সময় শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। কিন্তু নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *