কোম্যানের গোলে নিশ্চিত হার এড়ালো বায়ার্ন

কোম্যানের গোলে নিশ্চিত হার এড়ালো বায়ার্ন

খেলাধুলা
সলজবুর্গের বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট বায়ার্ন মিউনিখ। শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে বায়ার্ন মাঠের খেলায়ও দেখালো দাপট। বল দখল কিংবা আক্রমণ- সব দিক থেকেই ছিল এগিয়ে।

তবে শুরুতে গোল হজম করে ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকে বাভারিয়ানরা। অবশেষে অন্তিম মুহূর্তে কিংসলে কোম্যানের গোলে নিশ্চিত হার এড়ায় জুলিয়ান নাগেলসম্যানের দল। বুধবার রাতে সলজবুর্গের মাঠে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়।

স্বস্তির ড্রয়ে খুশি বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান। ম্যাচশেষে তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলিনি, আমরা যথেষ্ট মনোযোগ দিতে ব্যর্থ হয়েছি। আমাদের কিছু ভুল সলজবুর্গকে কঠিন প্রতিপক্ষ করে তোলে। নাগেলসম্যান বলেন, ‘দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছি আমরা।চাপ ধরে রেখে ফল পেয়েছি আমরা, যেটি আমার জন্য ইতিবাচক ফল।’

সলজবুর্গের মাঠে গোটা ম্যাচে ৭২ শতাংশ বল দখলে ছিল বায়ার্ন মিউনিখের। আর ২২টি শটের ৯টি লক্ষ্যে রাখে বাভারিয়ানরা। ২৮ শতাংশ বল দখলে রেখে ১১টি শটের ৬টি লক্ষ্যে রাখে সলজবুর্গ। প্রথম ১০ মিনিটে বায়ার্ন মিউনিখের গোলবারের উদ্দেশ্যে ৩টি শট নেয় সলজবুর্গ। দশম মিনিটে আক্রমণে ওঠে বায়ার্ন। ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে সের্গে জিনাব্রির শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক।

২১তম মিনিটে এগিয়ে যায় সলজবুর্গ। ডান দিক থেকে সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়েই দারুণ বাঁকানো শটে গোলটি করেন আদামু। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতো স্বাগতিকরা। তবে ব্রেন্ডন অ্যারনসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক সভেন উলরিখ।

সময় যত ফুরিয়ে আসছিল ততই মরিয়া হয়ে উঠছিল বায়ার্ন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরে তারা। ৭৩তম মিনিটে বাঁ দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্টে শট নেন কোম্যান। কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। দুই মিনিট পর ফরাসি ফরোয়ার্ডের আরেকটি শট দারুণ নৈপুণ্যে ঠেকান ফিলিপ কুন।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ম্যাচে নাটকীয় মোড় দেন কোম্যান। ৯০তম মিনিটে ডান দিক থেকে পাভার্ড রক্ষণের ওপর দিয়ে ক্রস দেন। ডি-বক্সের মুখে হেডে বল আরও পেছনে বাড়ান টমাস মুলার। আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোম্যান।

আগামী ৮ই মার্চ বায়ার্নের মাঠে ফিরতি দ্বিতীয় লেগ খেলতে যাবে সলজবুর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *