মিশরের সুয়েজ উপসাগরে বড় তেল খনির সন্ধান

মিশরের সুয়েজ উপসাগরে বড় তেল খনির সন্ধান

আন্তর্জাতিক
মিশরের সুয়েজ উপসাগরে বড় তেলের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন ড্রাগন অয়েল কোম্পানি। গত দুই দশকে ওই অঞ্চলে সন্ধান পাওয়া সবচেয়ে বড় তেল খনি এটি। ধারণা করা হচ্ছে খনিটিতে একশ’ মিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। খবর গালফ বিজনেস।

‘মিশর পেট্রোলিয়াম শো ২০২০’-এর এক বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে এই তেল খনির সন্ধান পাওয়ার বিষটি জানানো হয়েছে। ২০১৯ সালে মিশরের গালফ অব সুয়েজ অয়েল কোম্পানির কিনে নেয় ড্রাগন অয়েল কোম্পানি। ফলে সুয়েজ উপসাগরে সব রকম তেল সন্ধান ও উৎপাদনের দায়িত্ব পায় ড্রাগন অয়েল।

কোম্পানিটির মিশর অঞ্চলের মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা বদরিয়া আহমেদ খালফান জানিয়েছেন, সুয়েজ উপসাগর থেকে তারা প্রতিদিন ৬৫ হাজার থেকে ৭০ হাজার তেল উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা। ২০২১ সালে যে মাত্র ছিলো ৬০ হাজার ব্যারেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *