পেনাল্টি মিস রোনালদোর, টাইব্রেকারে হেরে ম্যান ইউ'র বিদায়

পেনাল্টি মিস রোনালদোর, টাইব্রেকারে হেরে ম্যান ইউ’র বিদায়

খেলাধুলা
এফ এ কাপ থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাও মিডলসবরোর মতো নিচের ডিভিশনের ক্লাবের কাছে। অতিরিক্ত সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকে।

টাইব্রেকারে ম্যান ইউয়ের তরুণ প্রতিভা অ্যান্টনি এলাঙ্গা তার শটবারের ওপর দিয়ে উড়িয়ে দেন। তবে খলনায়ক এলাঙ্গা নন। টাইব্রেকারের মানসিক চাপে এক টিনেজার ভুল করতেই পারে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্ডেজ এবং মার্কাস রাশফোর্ড যেসব গোল মিস করলেন তা শাস্তিযোগ্য অপরাধ।

জন্মদিনের আগের রাতটা খুব খারাপ কাটল রোনালদোর। পেনাল্টি মিস করলেন। ১৯ মিনিটের মাথায় বক্সের মধ্যে পল পোগবাকে ট্রিপ করে ফেলে দেন এক বরো ডিফেন্ডার। রোনালদো গোলকিপারের ডান দিকে মারেন, কিন্তু বল বারপোস্টের বাইরে দিয়ে চলে যায়। অবশ্য পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন জেডন স্যাঞ্চো। ফার্নান্ডেজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন। এরপর আরও সুযোগ পেয়েছিল ম্যান ইউ। কিন্তু কাজে লাগাতে পারেনি।

তবে ব্রুনো ফার্নান্ডেজ যে সুযোগ নষ্ট করলেন তা বিস্ময়কর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই গোল মিসের দৃশ্য দিয়ে ট্রোল চলছে। গোল মিস করেন রাশফোর্ডও। রোনালদো গোটা ম্যাচে একটি ব্যাকভলি বা বাই সাইকেল কিক করা আর টাইব্রেকারে গোল করা ছাড়া বিশেষ কিছু করেননি। সেই তাগিদই দেখা গেল না তার। এক বছর আগেও বিস্ময়কর স্পট জাম্প দিয়ে হেডে গোল করেছেন। এদিন লিউক শয়ের একটি ক্রসে তিনি চেষ্টা করলে হয়তো মাথা ছোঁয়াতে পারতেন। কিন্তু সি আর সেভেন লাফালেনই না। যাই হোক টাইব্রেকারে মিডলসবরোর পক্ষে স্কোরলাইন হল ৮-৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *