জীবনে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত নতুন ভোটাররা

জীবনে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত নতুন ভোটাররা

বাংলাদেশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট। চলবে বিকাল ৪টা পর্যন্ত। জীবনে প্রথমবার ভোট দিয়েছেন এই নির্বাচনে, এমন ভোটারের সংখ্যাটা কম নয়। তাদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস-আনন্দ।

জান্নাতুল ফেরদৌস নামের নতুন এক ভোটার বলেন, ‘এটি আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। প্রথমবারই ইভিএমে ভোট দিলাম।’

দীপা নামের আরেক নতুন ভোটার বলেন, ‘ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। ভোটের পরিবেশ ভালো।’

ওই এলাকার বাসিন্দা তৃতীয় লিঙ্গের মুসকান। তিনিও নতুন ভোটার হওয়ার পর এবার প্রথম ভোট দিয়ে এসেছেন।  ভোট দেওয়ার আগে মুসকান বলেন, ‘আমি ভোটার হওয়ার পর প্রথমবার ভোট দিতে এলাম। আমার খুব ভালো লাগছে। এখানকার ভোটের পরিবেশ খুব ভালো। ইভিএমে কীভাবে ভোট দিয়ে হয় তা শিখে এসেছি। আমি দোয়া করি, নৌকার জয় হোক। আমি আইভী আপাকে ভোট দেব।’

এ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ নগরজুড়েই। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই প্রার্থীর প্রতীক নৌকা ও হাতি।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে, নাকি পরিবর্তনের স্লোগান নিয়ে আসা তৈমূর আলম খন্দকারকে বেছে নেবেন ভোটাররা- তা জানতে এখন কেবল অপেক্ষা। তবে আগামী নগরপিতা যিনিই হোন না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলছেন নগরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *