সুরক্ষা অ্যাপ হালনাগাদ হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা বলেছেন, করোনার টিকার বুস্টার ডোজের ব্যবস্থা আগে থেকে সুরক্ষা অ্যাপে ছিল না।
শিগগিরই বুস্টার ডোজের জন্য মেসেজ পাঠানো হবে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরের একটি কারখানায় শ্রমিকদের কোভিড-১৯ টিকা কর্মসূচি উদ্বোধন করে শেষে এসব কথা বলেন তিনি।
সাব্রিনা বলেন, সুরক্ষা অ্যাপে কেবল দুই ডোজ টিকার তথ্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা আছে। সেখানে তৃতীয় বা বুস্টার ডোজ এন্ট্রি করা যায় না। অ্যাপটি নিয়ে কাজ চলছে। শিগগিরই সবাইকে বুস্টার ডোজ দেয়া শুরু করা হবে। অ্যাপের কাজ শেষ হলে সেখানে নিবন্ধিত সবাই মেসেজ পাবেন।
তিনি বলেন, বুস্টার দিতে টিকার কোনও সঙ্কট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। গ্রাম পর্যায়েও টিকা নেয়া মানুষ বুস্টার ডোজ পাবে।