সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি এড. আবুল কালাম আজাদ। আদালত মামলার আবেদন গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন বলে জানিয়েছেন ওই আইনজীবী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ফেসবুক লাইভে ‘উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং যেকোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা’ ব্যবহার করেছেন।
এর আগে ডা. মুরাদের বিরুদ্ধে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে চারটি মামলা দায়ের হয়েছে।