নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে আধিপত্য বিস্তার করেছেন তিনি। নামের পাশে জায়গা দিয়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন ৫টি ব্যালন ডি অর। ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড়ও সিআরসেভেন।
বর্ণিল ক্যারিয়ারের হিসাব একপাশে রাখলে এ বছর রঙচটা একটা মৌসুম কাটিয়েছেন রোনালদো। ছিলেন না বর্ষসেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যেও। ইংলিশ ফুটবলার জ্যাক উইলশায়ারের দাবি, বর্তমানে পর্তুগালের খেলোয়াড়দের মধ্যেও সেরা নন রোনালদো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উইলশায়ার বলেছেন, বর্তমানে পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে সেরার স্থানটি ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বার্নাদো সিলভার। উইলশায়ারের ভাষ্য, ‘এখন ক্রিস্টিয়ানো রোনালদো সেরা পর্তুগিজ? এই মুহূর্তে বার্নার্দো সিলভা সেরা। প্রিমিয়ার লীগ খেলো সেরা পর্তুগিজ খেলোয়াড় এখন সে।’
উইলশায়ার বলেছেন, ‘আমি বার্নাদোকেই সবার ওপরে দেখছি, বিশেষ করে কার্যকারিতার দিক থেকে। যদি আগামীকাল কোনো ম্যাচ থাকেব, আমি অবশ্যই বার্নার্দোকে আমার দলে নেবো। সে নিজের দায়িত্ব বোছে এবং ঠিকঠাক তা পালন করে।’
আর্সেনালের সাবেক মিডফিল্ডার উইলশায়ার বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে, পুরো ক্যারিয়ার নয়; বরং বর্তমানের বিচারে বার্নার্দোকে সেরা বলেছেন তিনি। উইলশায়ার বলেন, ‘এই মুহূর্তে রোনালদোর চেয়ে এগিয়ে বার্নার্দো। পুরো ক্যারিয়ার বিবেচনায় আমি বলছি না যে সে রোনালদোর চেয়ে ভালো। রোনালদো অনেক কিছুই করে দেখিয়েছে।’
রোনালদো-বার্নার্দোদের বিতর্ক পাশ কাটিয়ে দল হিসেবে দেখলে দুর্দান্ত একটি স্কোয়াড রয়েছে পর্তুগাল। একগাদা তরুণ ভবিষ্যত নিয়ে আশা বাড়াচ্ছে পর্তুগাল। রক্ষণে রয়েছেন রুবেন দিয়াজ, জোয়াও কানসেলো, নুনো মেন্দেজদের মতো তারকারা। মধ্যমাঠে ব্রুনো ফার্নান্দেজ, রেনাতো সানচেজ। আক্রমণে রোনালদোর সঙ্গী জোয়াও ফেলিক্স, দিয়েগো জোতা, গঞ্জালো গেদেস, রাফায়েল লিয়াও ও বার্নাদো সিলভা।
গত কয়েক বছরে ফার্নান্দো সান্তোসের দুর্দান্ত এই স্কোয়াড জিতেছে দুটি আন্তর্জাতিক শিরোপা। সাম্প্রতিক সময়ে পর্তুগালের সবচেয়ে বড় ব্যর্থতা কাতার বিশ্বকাপে খেলতে বাছাইপর্বের বাধা টপকাতে না পারা। ২০২২ বিশ্বকাপে খেলতে রোনালদোদের সামনে এবার প্লে-অফ চ্যালেঞ্জ।