ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, ভারতে সপ্তাহ শেষে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আগামী ৩ ও ৪ ডিসেম্বরের ৯৫টি ট্রেন শিডিউল বাতিল করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
আগামীকাল শনিবার সকালে ভারতের উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর। এর প্রভাবে সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টি বাড়বে শনিবার। বইবে ঝোড়ো হাওয়া। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। বৃষ্টি হবে হাওড়া ও কলকাতাতেও। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। পাশাপাশি, কাল থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সূত্র : ওয়ান ইন্ডিয়া ও এবিপি।