টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। সিনেমাতেও এখন নিয়মিত কাজ করছেন। বর্তমানে দুটি সিনেমার কাজে এই অভিনেতা কলকাতায় অবস্থান করছেন।
আর সেখানে শামীম আহমেদ রনি পরিচালিত ‘চক্কর’ ও ফাখরুল আরেফীনের ‘জেকে ১৯৭১’ সিনেমার শুটিং-ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘চক্কর’ সিনেমার পরিচালক ও প্রযোজক বাংলাদেশের। কিন্তু এ সিনেমা সেন্সর হবে ভারতে। এটি ভারতেই বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। মাজনুন মিজান বলেন, সমসাময়িক গল্প। কোভিড সময়ের মধ্যে একটি পরিবারের সংগ্রামের গল্প।
আমার সহঅভিনেত্রী পৌলমী বসু, নির্মাতা থেকে শুরু করে সবাই খুব সহযোগিতা করছেন। আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তা করতে ফরাসি তরুণের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য ‘জেকে ১৯৭১’। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান।
তিনি বলেন, একটি আন্তর্জাতিক মানের সিনেমা হতে যাচ্ছে ‘জেকে ১৯৭১’। সামনে আরও দুটি সিনেমার শুটিং করবেন বলেও জানান মাজনুন মিজান। এদিকে, আগামী ৩রা ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। যেখানে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মাজনুন মিজানকে।