চিকিৎসা শেষে আকাশে উড়লো ১৭ টি পাখি

চিকিৎসা শেষে আকাশে উড়লো ১৭ টি পাখি

দেশজুড়ে
রাজশাহী বিভাগের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ১৭টি পাখি অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে পাঁচ দিন ধরে এদের চিকিৎসা ও পরিচর্যা চলছিল।

চিকিৎসা শেষে শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার একটি বিলে পাখিগুলোকে অবমুক্ত করা হয়। ১৭টি পাখির মধ্যে ৮টি বেগুনি কালেম, ২টি জলময়ূর, ৫টি পাতিহাঁস, ১টি ভুবন চিল ও ১টি ইগল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিকারিদের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়েছিল।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, পাখিগুলোকে পাবনার সুজানগর থেকে উদ্ধারের পর রাজশাহী রেসকিউ সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করা হয়। এরপর পাখিগুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *