জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি ইরানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি ইরানের

আন্তর্জাতিক
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য নিষেধাজ্ঞাকে অসভ্য এবং বেপরোয়া অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এই ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেন তিনি।

গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় এ দাবি উত্থাপন করেন মাজিদ তাখতে রাভাঞ্চি। খবর-পার্সটুডের।

তিনি বলেছেন, এইভাবে যাতে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে বিভিন্ন দেশকে শাস্তির মুখে ফেলা না হয় সেজন্য নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন।

রাভাঞ্চি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে পুরো জাতি শাস্তির মুখে পড়েছে কিন্তু আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় তা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে মৌলিক নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরো বলেন, অতীতে কখনো কখনো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুরো জাতিকে শাস্তির মুখে ফেলা হয়েছে অথচ সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারেনি।

তিনি বলেন, নিষেধাজ্ঞার মতো বিষয়টি শুধুমাত্র সর্বশেষ ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে তা হতে হবে খুবই সুনির্দিষ্ট এবং স্বল্প সময়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *