বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মিউজিশিয়ানরা মিলে তৈরী হয়েছে বাংলা-হিন্দি মিশ্রিত একটি গান। গানটির শিরোনাম ‘ভোপাল’। সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গান এটি। সদ্য খান এর সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ। গানটির সংগীত প্রযোজনা করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
আর্জেন্টাইন বংশদ্ভূত লুসিয়ানো পিজ্জিচিনি, যুক্তরাষ্ট্রের ম্যাথিউ এবং অস্ট্রিয়ান এলেক্স সিডলার গিটার বাজিয়েছেন গানটিতে। ইতিমধ্যে গানটি আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কো¤পানি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট।
কোলাবরেশনটির মূল ব্যবস্থাকারী সঙ্গীতশিল্পী এবং গীতিকার জাওয়াদ খালিদ বলেন, চারটি দেশের সমন্বয়ে করা এই গানটি আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি আমরা। আমরা চাই বাংলা ভাষা এবং মিউজিক যাতে পৃথিবীর সকল স্থানে জায়গা করে নেয়। মূলত এমন উদ্দেশ্য থেকেই এমন কোলাবরেশনের উদ্যোগ।