১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী মার্চে তিন টেস্ট এবং ওয়ানডে খেলতে দেশটিতে যাবে অজিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর দুদেশের বোর্ড এই ঘোষণা দেয়। সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘পাকিস্তানে অস্ট্রেলিয়াকে স্বাগত জানানোর জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
৩ মার্চ করাচিতে টেস্ট দিয়ে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ এই তিন টেস্টের সিরিজ। ১২ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট, আর ২১ মার্চ থেকে লাহোরে হবে শেষ টেস্ট।
লাহোরে তিন ওয়ানডের প্রথমটি হবে ২৯ মার্চ। পরের দুটি ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ এপ্রিল।
১৯৯৮-৯৯ মৌসুমে শেষবার পাকিস্তান সফরে তিন টেস্টের সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া, যেখানে ১-০ তে জয়ী হয় তারা। এরপর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে চারটি হোম সিরিজই পাকিস্তান আয়োজন করেছে ঘরের বাইরে। ইন্টারনেট।