চার ম্যাচে পাঁচ গোল, তার মধ্যে দলকে দুটি শেষ মুহূর্তের জয় এবং এক ম্যাচে অতিরিক্ত সময়ে সমতায় ফেরানো; ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর চ্যাম্পিয়নস লিগে এই পারফরম্যান্স ক্রিস্টিয়ানো রোনালদোর।
‘চ্যাম্পিয়নস লিগের’ রাজা এবারের আসরেও রাজকীয় বেশে চলেছেন অভিযানে। এবার আটালান্টার বিপক্ষে জোড়া গোল করে ইউনাইটেডকে রক্ষা করলেন রোনালদো। তার মধ্যে পর্তুগিজ উইঙ্গার শেষ গোলটি করলেন অতিরিক্ত সময়ে।
আটালান্টার মাঠে ১২তম মিনিটে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে সেই গোল শোধ দেন রোনালদো। এরপর ৫৬তম মিনিটে দুভান জাপাতার গোলে ফের এগিয়ে যায় আটালান্টা। এবার অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান সিআর সেভেন।
দলকে হার থেকে বাঁচাতে পেরে উচ্ছ্বসিত রোনালদো। ম্যাচ শেষে ৩৬ বছর বয়সী তারকা বলেন, ‘এটা কঠিন ম্যাচ ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম আমরা। দলকে এক পয়েন্ট এনে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পেরে আমি খুশি। আমরা কখনো ছেড়ে দিই না। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রাখি এবং এটা আমাদের ফলাফলের জন্য ভালো।’
এই জয়ে ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে ৭ পয়েন্ট শীর্ষে আছে ওলে গানার সুলশারের দল। ৫ পয়েন্ট নিয়ে তিনে আটালান্টা।