দাবি উঠেছিল ক্ষমা চাওয়ার। নামাজ বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন সাবেক পাক অধিনায়ক ওয়াকার ইউনিস। তিনি জানান, মুহূর্তের উত্তেজনায় ওই মন্তব্য করেছিলেন তিনি। কারো ভাবাবেগে আঘাত করার ইচ্ছা ছিল না তার।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে টুইট করে ওয়াকার বলেন, মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু বলেছি, যা অনেকের ভাবাবেগে আঘাত করেছে। আমি সেটা চাইনি। তার জন্য ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। কাউকে আঘাত করার ইচ্ছা আমার ছিল না। ধর্ম, বর্ণ নির্বিশেষে খেলা সবাইকে ঐক্যবদ্ধ করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের পরে মাঠে দাঁড়িয়েই নামাজ পড়েন পাক ওপেনার মুহাম্মদ রিজওয়ান। এই ঘটনা নিয়ে ওয়াকার ইউনিস টুইটারে লেখেন, হিন্দুদের মাঝে দাঁড়িয়ে নমাজ পড়ল পাকিস্তান। এই কারণে আমার কাছে এটা সত্যিই স্পেশাল।
তার এই মন্তব্যের পরে শোরগোল পড়ে যায় ক্রিকেট মহলে। তার কঠোর সমালোচনা করেন ভারতের সাবেক ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।