টি-টোয়েন্টি বিশ্বাকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা। কিন্তু শুরুতেই শুনতে হলো দুঃসংবাদ। চোটে পড়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পিঠের চোটে পড়েছেন সাইফউদ্দিন। তার বদলি টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। তিনি এতদিন রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই ছিলেন।
জানা গেছে, গত রবিবার শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই পিঠের চোটে পড়েন এই অলরাউন্ডার। পরে স্ক্যান রিপোর্ট করানো হয়। দেখা যায়, কোমরের হাড়ে ফাটল ধরেছে। তাই এখন তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।