পরমাণু অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি চায় বাংলাদেশ

পরমাণু অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি চায় বাংলাদেশ

বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ।

রোববার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের সময় এক বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নিরাপত্তা বজায় রেখেই গড়ে তোলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এদিকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বসেছে পারমাণবিক চুল্লিপাত্র অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল। এটাকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়।

শিডিউল অনুযায়ী নির্ধারিত সময়েই বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে প্রকল্পের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *