২০২০ সালে নেটফ্লিক্স প্ল্যাটফরমে এক্সট্র্যাকশন ছবিটি বেশ মন জুগিয়েছে বাংলাদেশি দর্শকদের। রাজধানী ঢাকার প্রেক্ষাপট নিয়ে তৈরি করা ছবিটির নায়ক হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। ছবিটির অন্যতম প্রযোজক জো রুশো জানান, ছবিটির দ্বিতীয় সিক্যুয়েল এক্সট্র্যাকশন ২ এর কাজ শুরু হতে যাচ্ছে।
দ্বিতীয়টি প্রথমটিকেও ছাড়িয়ে যাবে বলে জানান সিনেমাটির নায়ক ক্রিস হেমসওয়ার্থ। সম্প্রতি এ সিনেমাটি টরাস ওয়ার্ল্ড স্টান্ট অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার লাভ করে। এ খুশির সংবাদটি দিতেই সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ক্রিস।
তিনি পোস্টটিতে লিখেন, সেরা ছবি হিসেবে টরাস ওয়ার্ল্ড স্টান্ট অ্যাওয়ার্ড বিজয়ী হওয়ায় পুরো টিমকে অনেক শুভকামনা। ছবিটির সিক্যুয়েলের শুটিং আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি।
প্রথমটির মতো দ্বিতীয় সিনেমা ‘এক্সট্র্যাকশন ২’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে এবারো থাকবেন ক্রিস। প্রযোজক জো রুশো ও অ্যান্থনি রুশো। তবে ‘এক্সট্র্যাকশন’র মতো সিক্যুয়েলেও বাংলাদেশের গল্প কিংবা কোনো শিল্পী থাকছেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।