মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বশেষ বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে। এরপর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার ঢল নেমেছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।
পশ্চিমবঙ্গের সর্বশেষ ৩টি উপনির্বাচনেও জয় পেয়েছে তৃণমূল। অন্যদিকে ভরাডুবি হয়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপির। এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিজেপি নেতাকর্মীদের সংখ্যা দিন দিন আরও বেড়েছে। কোথাও জনসমক্ষে মাইকে প্রচার করে, কোথাও আজীবন তৃণমূলে থাকার শপথ নিয়ে মমতার দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।
প্রতিবেদনে আরো বলা হয়, ত্রিপুরা থেকে কলকাতায় গিয়ে মঙ্গলবার নিজের পূর্ব ঘোষণা মতোই প্রথমে মাথা ন্যাড়া করান আশিস। এরপর আদি গঙ্গায় গোসলও করেছেন ত্রিপুরার সুরমা বিধানসভা আসনের এই বিজেপি বিধায়ক। সবশেষে ধর্মীয় রীতি মেনে যজ্ঞও করেছেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বাইরে দেশটির অন্যান্য রাজ্যেও সংগঠন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এর ভেতরে অন্যতম ত্রিপুরা। রাজ্যটিতে তৃণমূল নিজের অবস্থান যত শক্ত করার চেষ্টা করছে, ততই প্রকাশ্যে চলে আসছে বিজেপির অন্তঃদ্বন্দ্ব।