জেমস বন্ড চরিত্র থেকে বিদায় নিচ্ছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ

জেমস বন্ড চরিত্র থেকে বিদায় নিচ্ছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ

বিনোদন
মহামারির কারণে দেরি, এছাড়াও হঠাৎ করে পরিচালক বদল- নানা কারণে দীর্ঘ বিলম্বের পর রূপালি পর্দায় হাজির নতুন জেমস বন্ড ছবি ‘নো টাইম টু ডাই’। জেমস বন্ড সিরিজে এটি ২৫তম বন্ড মুভি। এছাড়াও জেমস বন্ড চরিত্র থেকে এই ছবির পরই বিদায় নিচ্ছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। সব মিলিয়ে নানা কারণে সাড়া ফেলে দিয়েছে ‘নো টাইম টু ডাই’।

চলচ্চিত্র সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা, পাঁচ-তারা মার্কা রিভিউ- দীর্ঘ অপেক্ষা – সব কিছু মিলিয়ে বন্ড ভক্তদের মধ্যে ছবিটি দেখার হিড়িক পড়ে গেছে। কিন্তু চলচ্চিত্রের গুপ্তচর নায়ক জেমস বন্ডকে ব্রিটেনের যে গুপ্তচর সংস্থা এমআইসিক্স-এ কাজ করতে আমরা দেখি, সেখানে তার কাজের ধারা কি কল্পকাহিনির মসলায় ভরা নাকি এমআইসিক্স-এর গুপ্তচররা আসলে এভাবেই কাজ করে থাকেন?

আজকের ডিজিটাল যুগে একটা গুপ্তচর সংস্থা যেভাবে কাজ করে তার সাথে জেমস বন্ডের গুপ্তচরবৃত্তির পার্থক্য কোথায়?

“সবচেয়ে বড় পার্থক্য হল, বন্ড সিনেমায় যে গুপ্তচরবৃত্তি আমরা দেখি, আমাদের গুপ্তচরবৃত্তি সেরকম নয়। আমরা অনেক বেশি সমন্বিতভাবে কাজ করি,” বলছেন এমআইসিক্স কর্মকর্তা স্যাম (তার আসল নাম নয়)। “একদম একা, কোন সাহায্য ছাড়াই আমাদের কোন গুপ্তচর কাজ করছে এটা খুবই বিরল- বলতে গেলে সেটা ঘটেই না। আমরা দলে কাজ করি- আমাদের আশপাশে সঙ্গে থাকে একটা পুরো নিরাপত্তা দল।”

এমআইসিক্স-এ কেস অফিসার হিসাবেই কেরিয়ার তৈরি করেছেন স্যাম। তার বিশেষত্ব হল সন্ত্রাসবিরোধী গোয়েন্দা কাজ। একজন এমআইসিক্স কর্মকর্তা বলেন: “একজন গুপ্তচর, বন্ডের ঢং-য়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুর্ধর্ষ কায়দায় দাপিয়ে বেড়াচ্ছেন, ভাংচুর করে এখানে সেখানে ঢুকে পড়ছেন, আমাদের কাছে এটা একেবারেই অভাবনীয়। এমন কোন গুপ্তচর আমাদের সংস্থায় এককথায় ঠাঁই-ই পাবেন না।

তাছাড়াও গুপ্তচর হিসাবে কাজ করার ঝুঁকি অনেক। গত ছয় বছরে গুপ্তচরবৃত্তির আসল দুনিয়ায় অনেক বদল ঘটেছে। প্রযুক্তিনির্ভর হয়েছে গোয়েন্দা তথ্য। গুপ্তচরদের যাতায়াত আজকের যুগে অনেক কঠিন হয়ে গেছে তথ্য বিপ্লবের কল্যাণে। এখন চোখের মনি স্ক্যান করে মানুষের পরিচয় নির্ধারণ করার প্রযুক্তি এসেছে। রয়েছে বায়োমেট্রিক তথ্য বিশ্লেষণের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার এনক্রিপশান, কোয়ান্টাম কম্পিউটিংসহ যাবতীয় গোয়েন্দা তথ্য বিশ্লেষণের বিভিন্ন প্রযুক্তি।

বন্ড মুভিতে তার চরিত্রের নাম ‘এম’। নতুন বন্ড ছবি ‘নো টাইম টু ডাই’তে তাকে ভবিষ্যতবাণী করতে শোনা গেছে, “বিশ্বের হাতে এত দ্রুত নতুন নতুন অস্ত্র চলে আসছে, যে তার সাথে পাল্লা দেবার সময় আমাদের হাতে নেই। এমআইসিক্স-এ যারা প্রতিদিন কাজ করতে যাচ্ছেন, তারা আসলে ঠিক সেই লক্ষ্যেই কাজ করছেন- গুপ্তচরবৃত্তির আধুনিক হাতিয়ার উদ্ভাবনই তাদের মূল্য লক্ষ্য।

সূত্র : বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *