জার্মানির ইতিহাসে প্রথম নারী মেয়র

জার্মানির ইতিহাসে প্রথম নারী মেয়র

আন্তর্জাতিক
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রার্থী ফ্রানজিসকা গিফে রাজধানী বার্লিনের প্রথম নারী মেয়র পদে বসতে চলেছেন। বার্লিনে এত দিন মেয়রের দায়িত্বে থাকা এসপিডির মাইকেল মুলার এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে মেয়র পদে একই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফ্রানজিসকা গিফে এবং বিপুল ভোটে জয়লাভ করেন।

জার্মানির গণমাধ্যম জেডডিএফের পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনে ২৬ শতাংশ ভোট পেয়েছে এসপিডি।

বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দল সিডিইউ ২৪. ৫ শতাংশ ভোট পেয়ে সামান্য ব্যবধানে হারতে চলেছে। তবে শেষ পর্যন্ত যে দলই জিতুক না কেন, জোট বেঁধেই তাদের পরবর্তী সরকার গঠন করা হবে।

জোট বেঁধে সরকার গঠন জার্মানিতে একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ, সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট কোনো দলই পায় না। এবারের জোটে সিডিইউ ও এসপিডি ছাড়াও জোট সরকারের অংশ হতে পারে পরিবেশবাদী গ্রিন পার্টি ও লিবারেল ফ্রি ডেমোক্র্যাট পার্টি (এফডিপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *