কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করে কভিড-১৯ ভাইরাস ছড়ানোর অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এক ভিয়েতনামিজ নাগরিককে।
অভিযুক্ত লোকটির নাম লে ভেন ত্রি। গত জুলাইয়ে ভিয়েতনামে করোনা ভাইরাস হটস্পট হয়ে ওঠা হো চি মিন সিটি থেকে নিজের নিজের রাজ্য প্রদেশের পথে রওনা দেন তিনি। বাড়ি ফিরে ‘অন্যান্য লোকদের মাঝে এই বিপজ্জনক রোগ ছড়ানো ও আক্রান্ত করার’ জন্য দোষী সাব্যস্ত হন তিনি।
ওই প্রাদেশিক গণ আদালতের ওয়েবসাইটের বরাতে এমনটাই জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আদালত জানায়, ‘ত্রি হোম মেডিকেল কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করেছেন এবং অনেককে কভিড-১৯ আক্রান্ত করেছেন। তার মধ্যে একজন ২০২১ সালের ৭ আগস্টে মৃত্যুবরণ করেন।
২৮ বছর বয়সী ভেন ত্রিয়েরের ৭ জুলাই কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর হো চি মিন সিটি ছেড়ে দক্ষিণ প্রদেশে নিজ বাড়িতে ফেরেন তিনি। যেখানে করোনার ঢেউ হো চি মিন সিটি থেকে কম। বাড়ি ফেরার পর ২১ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নিয়ম থাকলেও তা মানেননি ভেন ত্রি।
রাজ্যের গণমাধ্যম জানায়, ত্রির কারণে আটজন লোক আক্রান্ত হয়েছেন।
গত বছর বেশ ভালোভাবে করোনা ভাইরাস সামাল দেয় ভিয়েতনাম। তবে চলতি বছর কভিড-১৯ বেশ মারাত্মক হয়ে উঠেছে দেশটিতে। এখন পর্যন্ত ৫৪০,০০০ লোক আক্রান্ত হয়েছেন ভিয়েতনামে। মারা গেছেন ১৩০০০।
ত্রি ছাড়াও এর আগে করোনা ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনের শাস্তি হয় ভিয়েতনামে। গত জুলাইয়ে হাই ডং নামে ৩২ বছর বয়সী এক যুবকের ১৮ মাসের কারাদণ্ড হয়। একই অভিযোগে মার্চে ভিয়েতনাম এয়ারলাইনসে এক বিমানবালাকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়।