টাইগার-৩’র শুটিংয়ে ব্যস্ত সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং টিমের অন্যান্য সদস্যরা। রাশিয়ার পর আপাতত ছবির শুটিংয়ে তুরস্কে রয়েছেন তারা।
আর সেখানেই শুটের পরে তুরস্কের মন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারলেন তারকা জুটি। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসো নিজেই সালমান-ক্যাটরিনার সঙ্গে নৈশভোজ সারার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, তার দেশ আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে।
মেহমেত নুরি এরসো-র শেয়ার করা ছবিতে, ক্যাটরিনা এবং সালমানকে মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।