কাতার থেকে আফগানিস্তানের কূটনৈতিক মিশন চালাবে আমেরিকা

কাতার থেকে আফগানিস্তানের কূটনৈতিক মিশন চালাবে আমেরিকা

আন্তর্জাতিক
সোমবার আফগানিস্তানে চূড়ান্তভাবে শেষ হয় মার্কিন অধ্যায়। ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও স্থানীয় সময় ৩০ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৩টায় সব শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর।এরমধ্য দিয়ে শেষ হয় দেশটিতে আমেরিকার দীর্ঘ ২০ বছরের সামরিক অভিযান। এরপরই ফাকা গুলি ছুড়ে উল্লাস শুরু করে তালেবান। বাজি ফাটিয়ে উদযাপন করে পূর্ণ স্বাধীনতা। গোটা দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে।

পেন্টাগন বলছে, ১৫ আগস্টের পর থেকে শেষ দিন পর্যন্ত তারা উদ্ধার করেছে ১ লাখ ২৩ হাজারের বেশি নাগরিককে। গেল ২০ বছরে আফগানিস্তানে অভিযান চালানোর সময় প্রাণ দিতে হয়েছে ২৪শ’ মার্কিন সেনাকে।

সব সেনা সরিয়ে নেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, এখনই তালেবানের সাথে কাজ করবে না ওয়াশিংটন। সবার আগে তালেবানকে বৈধতা অর্জন করতে হবে।

এরপর সেনার পাশাপাশি কাবুল থেকে কূটনৈতিক উপস্থিতিও প্রত্যাহার করে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তীতে কাতারের দোহা থেকে আফগানিস্তানে মিশন চালু রাখবে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *