হলি আর্টিজান নিয়ে বলিউড সিনেমা ‘ফারাজ’

হলি আর্টিজান নিয়ে বলিউড সিনেমা ‘ফারাজ’

বিনোদন
রাজধানীর গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার ৫ বছর পূর্ণ হয়েছে গত ১ জুলাই। এদিন দেশের ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলা। সেদিনের সেই বিভীষিকা আর আতংকে আতকে উঠেছিলো বাঙালি। ২০১৬ সালের ১ জুলাই ঘটে যাওয়া ওই জঙ্গী হামলা নিয়ে এবার বলিউডে নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। টি-সিরিজের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির নাম ‘ফারাজ’।

বুধবার (৪ আগস্ট) রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক।  এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানের চাচাতো ভাই অভিনেতা কুনাল কাপুরের ছেলে জাহান কাপুরের।

নিজের ইনস্টাগ্রামে ছবিটির সম্পর্কে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কারিনা কাপুর খান। এই ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। ৩০ সেকেন্ডের এই অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার এক ঝলক।

টি-সিরিজ জানায়, ২০১৬ সালের জুলাইতে ঘটে যাওয়া বাংলাদেশের জঙ্গী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এটি নির্মাণ করছেন হাসনাল মেহতা। প্রযোজনায় রয়েছে অনুভব সিনহা ও ভূষণ কুমার।

সিনেমাটি নিয়ে নির্মাতা হংসল মেহতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, প্রায় তিন বছর ধরে ‘ফারাজ’ এর গল্পটি পৃথিবীকে দেখাবো বলে অপেক্ষা করছি। ভূষণজি ও অনুভব সিনহাকে ধন্যবাদ, আমি যেভাবে সিনেমাটি করতে চেয়েছি, সেভাবে সমর্থন জানানোর জন্য। ‘ফারাজ’ হবে গভীর মানবিকবোধের এক গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *