তৃপ্ত হবার মতো কাজ পাচ্ছি না -স্বাগতা

তৃপ্ত হবার মতো কাজ পাচ্ছি না -স্বাগতা

বিনোদন
কাজ ছাড়া তো আর বসে থাকতে পারি না। তাই শিল্পী হিসেবে অনেক কাজ করতে হয়। কিন্তু তৃপ্ত হবার মতো কাজ পাচ্ছি না-এভাবেই কথাগুলো বলছিলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। কিন্তু কেন মনের মতো কাজ পাচ্ছেন না? তার ভাষ্য, বেশির ভাগ নাটকের গল্প-নির্মাণশৈলী একই ঢংয়ের হচ্ছে। আবার কিছু স্পেশাল কাজ নির্দিষ্ট কয়েকজনের কাছে চলে যায়। অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। তাই নিয়মিত কাজ করছি। কিন্তু এভাবে কাজ করা কঠিন।
এ অভিনেত্রী এখন আসছে ঈদের নাটকের কাজ করছেন বলে জানান। এরমধ্যে চন্দন চৌধুরীর একক নাটক ‘ওয়ান্ডার লাভার বয়’ ও নাসির উদ্দিন মাসুদের ছয় পর্বের ‘সেলারি বেইজড হাজব্যান্ড’সহ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। এছাড়া বিটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘সায়ংকাল’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করছেন আফসানা মিমি। করোনার এই সময়ে শুটিং করা কি রিস্ক মনে হচ্ছে? উত্তরে তিনি বলেন, এমন কঠিন সময়ে শুটিং করা তো অবশ্যই কঠিন।
শুটিংয়ে অনেক মানুষ থাকে। তবু চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে। করোনার কারণে ঈদের বেশ কিছু নাটকের সিডিউল বাদ দিতে হয়েছে। যাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছ্বন্দ্যবোধ মনে করছি সেটাই করছি। টিভি নাটকের বাইরে দীর্ঘ সময় পর চলচ্চিত্রেও ব্যস্ত হয়েছেন এই গ্ল্যামারকন্যা। তবে লকডাউন ও করোনার কারণে আটকে আছে তার মুক্তি প্রতিক্ষিত তিনটি ছবি।
এগুলো হলো-গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ এবং অন্য দুটি নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’। লকডাউনের কারণে নতুন একটি ছবির কাজও পিছিয়ে গেছে বলে জানান তিনি। মুক্তি প্রতিক্ষিত ছবিগুলো নিয়ে স্বাগতা বলেন, তিনটি সিনেমা তিন ধরণের গল্পে নির্মিত হয়েছে। গতানুগতিক নাচ-গানের ছবি নয়। এগুলো নিয়ে আমি খুব আশাবাদী। প্রয়াত নায়ক মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ ছবির মধ্য দিয়ে এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয়। সে সময় এই ছবিটি দর্শকর মধ্যে দারুণ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *