নেদারল্যান্ডসের অ্যামস্টারডামের রাস্তায় হামলার শিকার হয়েছেন প্রখ্যাত এক অপরাধ বিষয়ক সাংবাদিক। গুলি করে তাকে গুরুতর আহত করা হয়েছে। পুলিশ বলছে, পিটার আর ডে ভ্রাইস নামের ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের সিটি সেন্টারের সামনে তাকে গুলি করা হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম এনওএস বলছে, এক টিভি আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কয়েক মিনিট পরেই আক্রমণের শিকার হন ওই সাংবাদিক। ভিডিওতে দেখা গেছে, তিনি মাথায় আঘাত নিয়ে মাটিতে পড়ে আছেন। এনওএস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, কাছ থেকে ৫ বার গুলি চালানো হয়েছে এবং ডে ভ্রাইস মাথায় আঘাত পেয়েছেন।
এর আগে অনুসন্ধান সাংবাদিক হিসেবে অপরাধ তদন্ত ও আদালতের সঙ্গে জড়িত থাকার কারণে হুমকি দেওয়া হয়েছিল তাকে। ওই ঘটনার পর তাকে পুলিশি সুরক্ষা দেওয়া হয়েছিল। অ্যামস্টারডামের মেয়র ফেমকে হালসেমা বলেছেন, ডে ভ্রাইস ‘জীবনের জন্য লড়ছেন’। এ ছাড়াও হামলাটিকে ‘নিষ্ঠুর, নির্মম আক্রমণ’ আখ্যা দিয়েছেন মেয়র।
হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অ্যামাস্টারডামের স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। ২ সন্দেহভাজনকে লেইডশেনডেমের এ৪ মোটরওয়ের একটি গাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন অ্যামস্টারডাম থেকে।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে এবং হামলার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখছে। মানুষকে সামাজিক মাধ্যমে ফুটেজ শেয়ার না করারও আহবান জানিয়েছেন তারা।